শুক্রবার, জুন ২, ২০২৩
Homeবিনোদনএকের পর এক ফ্লপ, যা বললেন সারা

একের পর এক ফ্লপ, যা বললেন সারা

সারা আলী খান

২০২০ সালে কোভিডের জন্য লকডাউন শুরুর আগে তাঁর ছবি ‘লাভ আজকাল’ মুক্তি পায়। কিন্তু হলে সেভাবে চলেনি। পরে ‘কুলি নাম্বার ওয়ান’ ও ‘অ্যাতরঙ্গি রে’ সারসরি ওটিটিতে মুক্তি পায়। সেখানেও নেতিবাচক রিভিউ পায়।

টানা ব্যর্থতা নিয়ে সারা বলেন, ক্যারিয়ারে তিনি এখনো শেখার পর্যায়ে আছেন। এ সময়ে কিছু সিদ্ধান্ত নিতে ভুল হবে, সেটাই স্বাভাবিক।

তাঁর যেসব ছবি দর্শকের ভালোবাসা পায়নি সেগুলোকে নিজের ভুল বলেও স্বীকার করেন সারা। বলেন, এই বয়সে তাঁর ভুল হওয়া অস্বাভাবিক নয়। তবে অভিনেত্রী জানান, তিনি ভক্তদের কাছে নতুন নতুন চমক নিয়ে হাজির হবেন।

সারা আলী খান

চলতি বছর বেশ কয়েকটি সিনেমায় দেখা যাবে সারা আলী খানকে। এর মধ্যে লক্ষ্মণ উতেকরের নাম ঠিক না ছবির শুটিং এর মধ্যেই শেষ হয়েছে। এ ছাড়া মুক্তির অপেক্ষায় আছে ‘গ্যাসলাইট’সহ আরও দুই সিনেমা। ২০২৪ সালে ‘মার্ডার মুবারক’ নামের আরও একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।

প্রথম আলো

সর্বশেষ সংবাদ

No posts to display