‘অটো চয়েজ বলতে কোনো কিছু নেই’- মোস্তাফিজ প্রসঙ্গে তামিম - Greencity24

‘অটো চয়েজ বলতে কোনো কিছু নেই’- মোস্তাফিজ প্রসঙ্গে তামিম

প্রকাশ: মার্চ ৪, ২০২৩

সাদা বলে বেশ ক’বছর ধরে মোস্তাফিজুর রহমান খেলছেন স্ট্রাইক বোলার হিসেবে। বলা যায় অটো চয়েজ! কিন্তু সাম্প্রতিক সময় বিবেচনায় নিলে মোস্তাফিজ নিজের ছায়া হয়ে আছেন। গুরুত্বপূর্ণ সময় কিংবা ডেথ ওভারে যখন তার জ্বলে ওঠার কথা তখন এলোমেলো, আর নতুন কিংবা পুরোনো বলে বিবর্ণ সময়ে কাটাতে হচ্ছে তাকে।

গত বছরের শেষ আর এবারের শুরুটাও যদি বিবেচনা করা হয়, ভারত সিরিজে ২ উইকেট, ইংল্যান্ড সিরিজে এখন পর্যন্ত দুই ম্যাচে উইকেট শূন্য। সঙ্গে রান দিয়েছেন অনায়েসে। পরিস্থিতি বিবেচনায় প্রথম ওয়ানডেতে যদি মোস্তাফিজ একটি-দুটি উইকেট নিতে পারতেন তাহলে জিততেও পারতো বাংলাদেশ। কিন্তু মোস্তাফিজ তখনও ছিলেন খরুচে।

দ্বিতীয় ম্যাচে ১৩২ রানে হারের পর তার একাদশে থাকা নিয়ে প্রশ্নই উঠে গেলো। এই ম‌্যাচেও ১০ ওভারে ৬৩ রানে ছিলেন উইকেটশূণ‌্য। অধিনায়ক তামিম ইকবালের কোর্টে প্রশ্ন ছুটে যায়, ‘মোস্তাফিজ কি অটো চয়েজ?’

অধিনায়ক উত্তর দিয়েছেন নেতার মতোই, সতীর্থের পাশে থেকে। সঙ্গে নিজেকে টেনে নিয়ে বলেছেন,‘দলে কেউই অটো চয়েজ না।’

‘অটো চয়েজ বলতে কোনো কিছু নেই। আমিও অটো চয়েজ না। এই দলে কেউ নেই। আমি যদি ধারবাহিক পারফর্ম না করি, আমি যদিও দলের অধিনায়ক… আমিও দলে থাকব না। অটো চয়েজ বলে কেউ কিছু না।’- বলছেন তামিম।

মোস্তাফিজকে নিয়ে ম‌্যানেজমেন্টের আস্থা থাকলেও তার উইকেট নেওয়ার স্কিলে উন্নতি করার কথা বললেন তামিম,‘এটা ঠিক আমাদের অনেক বিশ্বাস ওর ওপর। আমি মনে করি সে সেরাটা দিতে পারে, আগেও সেটা করেছে। ওর খুবই ভালো ডিফেন্সিভ স্কিল আছে। হয়তো উইকেট নেয়ার স্কিলটায় উন্নতি করতে হবে।’

২০২২ সালটাও খুব একটা ভালো যায়নি মোস্তাফিজের। ওয়ানডেতে ১৪ ম্যাচে নিয়েছেন কেবল ১৪ উইকেট। তার মধ্যে জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচে ৫টি। ২০২৩ শুরু হয়েছে ভুলে যাওয়ার মতো। টি-টোয়েন্টিতে যেন আরও বিবর্ণ। ১৭ ম্যাচে তার শিকার ১৬ উইকেট।

তামিমের মতে মোস্তাফিজ এখন অফ-ফর্মে। শিগগিরই ফিরবেন চেনা রূপে, ‘কোনো সময় কোনো খেলোয়াড় এক গ্রাফে যাবে না, আমি সবসময় ওর উপর বিশ্বাস আছে। আমার বিশ্বাস ও ঘুরে দাঁড়াবে।’

রাইজিংবিডি