চট্টগ্রামের সীতাকুণ্ডে অক্সিজেন প্ল্যান্টে ভয়াবহ বিস্ফোরণে ঘটনা ঘটেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত বিস্ফোরণে ৩ জন মারা গেছেন। এ ছাড়া আরও ৩০ জন দগ্ধ হয়েছেন।
শনিবার (৪ মার্চ) বিকেলে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার সুলতান মাহমুদ জানান, বিস্ফোরণে এখন পর্যন্ত মারা গেছেন ৩ জন। এ ছাড়া আরও ৩০ জনকে দগ্ধ অবস্থায় উদ্ধার করা হয়েছে। হতাহতদের অনেকের হা-পা বিছিন্ন হয়ে গেছে। তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ জানান, অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণের খবর শুনে
তারা ঘটনাস্থলে এসেছেন। বিস্ফোরণ সম্পর্কে এখনই তেমন কিছু বলা যাচ্ছে না। প্রাথমিক তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।
সময়