আগের দিন দুই টিকিট বুথ ছিল ফাঁকা। হাতেগোণা কিছু দর্শককে দেখা গেছে লাইনে। সেই প্রভাব পড়ছে মাঠেও। ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে হাতেগোণা কিছু দর্শকই উপস্থিত হয়েছে মাঠে। এক কথায় চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের গ্যালারি যেন ধূ ধূ মরুভূমি।
সোমবার দুপুর ১২টায় লড়াইয়ে নামে বাংলাদেশ-ইংল্যান্ড। মিরপুরে দুই ম্যাচ হেরে সিরিজ খুইয়েছে আগেই। তৃতীয় ওয়ানডে ম্যাচ বাংলাদেশের জন্য ধবলধোলাই এড়ানোর ম্যাচ। টস জিতে ব্যাটিং করছে বাংলাদেশ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪৫ ওভারে বাংলাদেশ ৭ উইকেট হারিয়ে ২১৯ রান করে।
দর্শকদের অনাগ্রহের কারণ একটাই, তামিম ইকবালদের পারফরম্যান্স। আক্রমণাত্বক ক্রিকেট কিংবা জমজমাট লড়াই দেখতেই গাটের পয়সা খরচ করে দর্শকরা মাঠে আসেন। ঘরের মাঠে ধারবাহিক বাংলাদেশের যেন হঠাৎ ছন্দপতন, তাইতো দর্শকদের আগ্রহেও ভাটা পড়েছে।
ম্যাচ শুরুর আগে মাঠের প্রবেশ দ্বারগুলোতে ছিল না দর্শকদের ভিড়। নিরাপত্তার কারণে যান চলাচল নিয়ন্ত্রণ করায় বিরাজ করছিল ফাঁকা অবস্থা। কলেজের ইউনিফর্ম পরা এক শিক্ষার্থী রাইজিংবিডিকে বলেন, ‘ইংল্যান্ডের মতো দল বাংলাদেশে বেশি আসে না। না হয় এরকম খেলা দেখতে আসতাম না। আমরা যেন রান করা ভুলে গেছি।’
এ ছাড়া স্থানীয় একজন বলেন, ‘টাকা দিয়ে এই খেলা দেখা আমাদের জন্য লস।’
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ম্যাচেও দর্শকদের আগ্রহ ছিল। বেশকিছু ম্যাচ ছিল হাউজফুল। ৭ বছর পর বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলছে বাংলাদেশ, এমন গুরুত্বপূর্ণ সিরিজেও দর্শকদের অনাগ্রহ যেন সাকিব আল হাসানদের জন্য একটি বার্তাও।