নিজস্ব প্রতিবেদক:
প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্ণামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। সোমবার (৬ মার্চ) সকালে নগরীর মহিলা কমপ্লেক্স গ্রাউন্ডে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ব্যবস্থাপনা ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এবং প্রাইম ব্যাংক এর অর্থায়নে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ওয়াহেদুন নবী অনু।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংক রাজশাহী শাখার ভাইস প্রেসিডেন্ট ও আঞ্চলিক প্রধান আব্দুল হালিম ও বিসিবি‘র জেলা কোচ তারেক।
এসময় আরো উপস্থিত ছিলেন স্কুল ক্রিকেট সমিতির সদস্য সচিব মিজানুর রহমান মিলন। উদ্বোধনী খেলায় অংশ গ্রহণ করে গতবারের রানার আপ রাজশাহী শিক্ষা বোর্ড মডেল স্কুল এন্ড কলেজ ও মসজিদ মিশন স্কুল।