রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন - Greencity24

রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

প্রকাশ: মার্চ ৮, ২০২৩

রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে বুধবার (৮ মার্চ) আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হয়েছে।  দিবসটি উপলক্ষে সরকারি এবং বিভিন্ন বেসরকারি সংগঠনের সমন্বয়ে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।

বুধবার সকালে রাজশাহী জেলা প্রশাসন ও মহিলাবিষয়ক অধিদপ্তরের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি মহানগরীর সপুরা এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

পরে মানবসম্পদ উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় তিন নারীকে সফল উদ্যোক্তা হিসেবে সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়।

রাজশাহী স্থানীয় সরকারের উপপরিচালক শাহানা আখতার জাহান এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত নারী সংসদ সদস্য আদিবা আনজুম মিতা।

নানা কর্মসূচীর মধ্য দিয়ে রাজশাহীতে আন্তর্জাতিক নারী দিবস পালন

আলোচনা সভা ও সম্মাননা অনুষ্ঠান শেষে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সেখানে একটি নাটিকা পরিবেশন করা হয়।

অন্যদিকে রাজশাহী মহানগরের সাহেববাজার জিরোপয়েন্টে বিভিন্ন বেসরকারি উন্নয়ন ও মানবাধিকার সংস্থার সমন্বয়ে বিশাল শোভাযাত্রা, মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত হয়।

এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গোলাম সাব্বির সাত্তার। জাতীয় মহিলা পরিষদের রাজশাহী জেলা শাখার সভাপতি কল্পনা রায়ের সভাপতিত্বে কর্মসূচি চলাকালে বক্তব্য দেন- সিনিয়র সাংবাদিক ও আইনজীবী মুস্তাফিজুর রহমান খান, পরিবর্তন পরিচালক রাশেদ রিপন, রুলফাও পরিচালক আফজাল হোসেন, জাতীয় আদিবাসী পরিষদ সাধারণ সম্পাদক গণেশ মাঝি, টিআইবির সমন্বয়কারী মানরুল ইসলাম, ভিকিটিম সাপোর্ট সেন্টারের সমন্বয়কারী মুহতারেমা আশরাফি খানম এবং জাতীয় মহিলা আইনজীবী সমিতির সদস্য শামিমা নাসরীন।

May be an image of 14 people, people standing and text that says "2 সোনালী ব্যাংব নিরাপত্তা শৃ্খলা সেবা "ডিজিটাল প্রযুক্তি ও উদ্তাবন জেন্ডার বৈষম্য করবে নিরসন" র্যালী ও আলোচনা সভা বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্ক ভিকটিম সাপোর্ট সেন্টার রাজশাহী মেট্রোপলিটন পুলিশ, রাজশাহী আন্তর্জাতিক নারী চ-মার্চ, ২০২৩ BJMA"

এছাড়া রাজশাহী ভিকটিম সাপোর্ট সেন্টার পৃথকভাবে নারী দিবস পালন করেছে।