নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীতে হলিডে মার্কেট উদ্বোধন উপলক্ষে সাংস্কৃতিক সন্ধ্যার অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ মার্চ) শিশু একাডেমির চত্বরে এই সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়।
হলিডে মার্কেটের ক্রেতারা এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করছেন। সাংস্কৃতিক সন্ধ্যার মিডিয়া পার্টার গ্রীনসিটি২৪.কম।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি‘র আয়োজনে রাজশাহীতে নগরীতে প্রথমবারের মতো চালু করা হয় হলিডে মার্কেট।
বৃহস্পতিবার (৯ মার্চ) বিকেলে নগরীর সিএনবি মোড়ের রাজশাহী সার্কিট হাউসের সড়কে হলিডে মার্কেটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। আয়োজকরা জানায়, তিন দিনব্যাপি হলিডে মার্কেটের ব্যবসায়ীরা ভালো ক্রেতাদের সারা পাচ্ছেন। পছন্দের জিনিস কিনতে ক্রেতাদের ভিড় লক্ষ্য করা গেছে দোকানগুলোতে।
সাংস্কৃতিক সন্ধ্যায় উপস্থিত ছিলেন, রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি‘র সভাপতি মাসুদুর রহমান রিংকু, সহসভাপতি সুলতান মাহমুদ, রাজশাহী চেম্বারের পরিচালক মোস্তাফিজুর রহমান।