ঢাকাশনিবার , ১১ মার্চ ২০২৩
  • অন্যান্য

যে কারণে অস্কারে পারফর্ম করছেন না লেডি গাগা

মার্চ ১১, ২০২৩ ৫:৫৫ অপরাহ্ণ । ১১৯ জন

গতকাল বুধবার সংবাদ সম্মেলনে অস্কারের প্রযোজক গ্লেন ওয়েইস বলেন, ‘৯৫তম একাডেমি অ্যাওয়ার্ডে সেরা মৌলিক গানের জন্য মনোনীত পাঁচটি গানের শিল্পীদের পারফর্ম করার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম। লেডি গাগার সঙ্গে আমাদের দারুণ সম্পর্ক। কিন্তু তিনি এখন একটি সিনেমার শুটিংয়ে আছেন। যে কারণে সব সময় তিনি যেভাবে পারফর্ম করেন, সেভাবে পারফর্ম করার প্রস্তুতি নিতে পারবেন না। তাই তিনি এই শোতে পারফর্ম করতে যাচ্ছেন না।’

২০১৯ সালে বিশ্ব চলচ্চিত্রে তোলপাড় করা সিনেমার নাম ‘জোকার’। হোয়াকিন ফিনিক্সের সঙ্গে ‘জোকার’ সিনেমার সিকুয়েলে এ অভিনয় করছেন লেডি গাগা। এখন এই সিনেমারই শুটিংয়ে ব্যস্ত আছেন এই অভিনেত্রী। সিনেমাটি ২০২৪ সালের ৯ অক্টোবর মুক্তি পাওয়ার কথা।

লেডি গাগা

অস্কারের মঞ্চে প্রতিবারই পারফর্ম করা হয় মনোনীত গানগুলো। লেডি গাগা ছাড়াও সেরা মৌলিক গানের জন্য মনোনীত অন্য সবাই অনুষ্ঠানে সরাসরি পারফর্ম করবেন।

লেডি গাগা সর্বশেষ ২০১৯ সালের অস্কারে পারফর্ম করেছিলেন। ওই আসরে তাঁর গান ‘আ স্টার ইজ বর্ন’ সেরা মৌলিক গানের পুরস্কার জিতেছিল। কেবল গানেই নয়, একই আসরে গাগা সেরা অভিনেত্রী হিসেবেও মনোনীত হয়েছিলেন। তবে গানের ক্ষেত্রে পুরস্কার জিতলেও অভিনয়ের ক্ষেত্রে মনোনয়ন বাগাতে পারেননি। এ ছাড়া ২০১৬ সালেও অস্কারের মঞ্চে পারফর্ম করেছিলেন গাগা।

প্রথম আলো