ঢাকামঙ্গলবার , ১৪ মার্চ ২০২৩
  • অন্যান্য

রাবিতে সংঘর্ষ, রেলওয়ের মামলায় আসামি ৩০০

মার্চ ১৪, ২০২৩ ১:১০ অপরাহ্ণ । ৯৬ জন

স্থানীয়দের সঙ্গে সংঘর্ষের জেরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) চারুকলা অনুষদ এলাকায় রেললাইন অবরোধের ঘটনায় মামলা করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। মামলায় আসামি হিসেবে কারো নাম উল্লেখ না থাকলেও ২০০-৩০০ জন অজ্ঞাতনামা ‘বিক্ষুব্ধ জনতার’ কথা বলা হয়েছে।

রাজশাহী রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোপাল কর্মকার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সোমবার (১৩ মার্চ) রাত ১১টার দিকে মামলাটি করা হয়েছে। তবে মামলায় কোনো প্রতিষ্ঠানের কারো নাম উল্লেখ করা হয়নি। মামলায় বিক্ষুব্ধ জনতার কথা উল্লেখ করা হয়েছে। এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।- ঢাকা পোস্ট

প্রসঙ্গত, শনিবার (১১ মার্চ) রাজশাহী বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিনোদপুর বাজারে স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় প্রায় দুই শতাধিক শিক্ষার্থী আহত হন। এই ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এছাড়া বিশ্ববিদ্যালয় প্রশাসন ও মতিহার থানা পুলিশ পৃথক দুটি অজ্ঞাতনামা মামলা করেছে।

Paris