নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীর দর্শনপাড়া ইউনিয়নে এলিট পেইন্টের কালার ফেস্ট ডিলার শো-রুমের উদ্বোধন করা হয়েছে। আজ শুক্রবার বিকের ৫টায় দর্শনপাড়া ইউনিয়ন বাজারে হাটে এই শো-রুমের শুভ উদ্বোধন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এলিট পেইন্টের রাজশাহীর ডেপুটি এরিয়া ম্যানেজার হাসিবুল ইসলাম সান। দোয়া মোনাজাত শেষে ফিতা কেটে শো-রুমের উদ্বোধন করা হয়।
এলিট পেইন্টের ডিলার শো-রুমের স্বাত্বাধিকার ইবরাত হোসেন বলেন, এই প্রথম দর্শনপাড়া ইউনিয়নে এলিট পেইন্টস এর শো-রুম খোলা হয়েছে। এখান থেকে উপজেলার বেশ কিছু জায়গায় অত্র কোম্পানীর সকল পেইন্টস এর মালামাল সরবরাহ করা হবে। এতে করে এলাকার মানুষ উপকৃত হবেন।
এসময় উপস্থিত ছিলেন, এলিট পেইন্টের সেলস এন্ড সার্ভিস ইঞ্জিনিয়ার আব্দুল রাকিব মন্ডলসহ দর্শনপাড়া ইউনিয়নের একাধিক গণ্যমান্য ব্যক্তিরা।