ঢাকাশুক্রবার , ১৭ মার্চ ২০২৩
  • অন্যান্য

রাজশাহীর কাটাখালী রাজ তিলক সিনেমা হল চালু

মার্চ ১৭, ২০২৩ ৭:০৬ অপরাহ্ণ । ১৬০ জন

নিজস্ব প্রতিবেদক
‘হাওয়া’ সিনেমার মধ্যদিয়ে উদ্বোধন হলো ‘রাজ তিলক’ সিমেনা হল। শুক্রবার (১৭ মার্চ) বিকেলে রাজশাহী নগরীর উপকণ্ঠ কাটাখালী বাজারে অবস্থিত সিনেমা হল অনুষ্ঠনিকভাবে  উদ্বোধন করা হয়। উদ্বোধনীর দিনে ‘হাওয়া’ সিনেমা সম্প্রচার করা হয়।

বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন প্রডাকশন ম্যানেজার সাজ্জাদ হোসেন সাগর বলেন, এসময় উপস্থিত ছিলেন, দীর্ঘদিন থেকে বন্ধ ছিলো হলটি। তার পরেও আজ প্রথম দিনে ভালো দর্শক হয়েছে। আশা করছি আগামিতে ভালো চলবে।

এসময় উপস্থিত ছিলেন, ফেরদৌস সিদ্দিকি রাজু, আরাফি হোসেন তারজিদ।

প্রসঙ্গত, ২০১২ সালে ‘কমন জেন্ডার’ সিনেমা চলাকালে শহরের অদূরে পবার কাটাখালী বাজারের পুরনো রাজতিলক হলটিও বন্ধ হয়ে যায়। তখন রুম্মান হলটি কিনে নেন। কিন্তু তিনিও হলটি চালু করতে পারেননি। তার পরে দীর্ঘ দিন এমন অবস্থায় পড়ে ছিল। এবার তার কাছ থেকে হলটি নিয়ে চালুর উদ্যোগ নিয়েছেন চলচ্চিত্রের প্রডাকশন ম্যানেজার সাজ্জাদ হোসেন সাগর। তিনি হলটি নতুন করে চালু করেন।#