ঢাকারবিবার , ১৯ মার্চ ২০২৩

কর্মস্থলে যাওয়া হলো না সাব্বিরের

মার্চ ১৯, ২০২৩ ১১:০৭ পূর্বাহ্ণ । ১৬৭ জন

বগুড়ার ট্রাক চাপায় সাব্বির হোসেন (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন তার সহকর্মী আব্দুল কুদ্দুস (৩৬)। আজ রবিবার সকাল সাড়ে ৭ টায় বগুড়া- নাটোর মহাসড়কে শাজাহানপুর উপজেলার রুপিহার নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে।

নিহত সাব্বির হোসেন শাজাহানপুর উপজেলার পোয়ালগাছা গ্রামের তরিকুল ইসলামের ছেলে। তিনি নন্দীগ্রামে কোয়ালিটি ফিড নামের একটি কম্পানিতে কাজ করতেন।

জানা গেছে, সাব্বির হোসেন বাড়ি থেকে মোটরসাইকেলে কর্মস্থলে যাচ্ছিলেন। রুপিহার নামক স্থানে পৌঁছালে পিছন থেকে নাটোরগামী একটি ট্রাকের চাপায় ঘটনাস্থলেই তিনি মারা যান। এসময় তার সহকর্মী আব্দুল কুদ্দুস গুরুতর আহত হন। দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন চালকসহ ট্রাকটি আটক করে।

আহত আব্দুল কুদ্দুসকে উদ্ধার করে বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছ। কুন্দরহাট হাইওয়ে থানার এসআই হাসানাত আলী দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।- কালের কণ্ঠ

Paris