নিজস্ব প্রতিবেদক
রাজশাহীতে ছয় ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রোববার (১৯ মার্চ) দুপুরে রাজশাহী নগরীর উপ-শহর নিউ মার্কেট ও সাহেব বাজারে এই জরিমানা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
জানা গেছে, রাজশাহী নগরীর সাহেববাজারের সবজিপট্টি ও মাছের বাজারে এই জরিমানা করা হয়। এসময় সাহেব বাজারে ৯ হাজার টাকা জরিমানা করা হয়। নগরীর নিউ মার্কেট এলাকায় তিনটি দোকান মালিককে দুই হাজার করে ছয় হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানাকৃত অর্থ ব্যবসায়ীরা সঙ্গে সঙ্গে পরিশোধ করেন।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় উপ-পরিচালক মোহাম্মদ সেলিম জানান, যেসব ব্যবসায়ী পণ্যের দাম অযক্তিকভাবে বাড়িয়ে দেবে তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থাগ্রহণ করবো। যারা মূল্য তালিকা টাঙ্গাচ্ছেনা তাদের জরিমানার আওতায় আনা হচ্ছে।