ঢাকারবিবার , ১৯ মার্চ ২০২৩

রাজশাহীতে ২ দশমিক ৩ মিলিমিটার বৃষ্টিপাত

মার্চ ১৯, ২০২৩ ৯:৪৭ অপরাহ্ণ । ৭৬ জন

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে। রোববার (১৯ মার্চ) বিকেল চারটায় বৃষ্টি শুরু হয়ে বিকেল ছয়টা পর্যন্ত ২ দশমিক ৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এই বৃষ্টি আম ও লিচুর জন্য আশীর্বাদ বলছে-ফল গবেষণা কেন্দ্র ও কৃষি অফিস।

জানা গেছে, আজ রোববার দিনভর মেঘলা আকাশ ছিল। সকালে কয়েক ফোঁটা বৃষ্টি ঝরেছে। তবে বিকেল চারটার দিকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ঝরতে থাকে রাজশাহীতে। হঠাৎ এই বৃষ্টিতে না চাইতে অনেকে ভিজেছেন। জীবিকার তাগিদে কাজ করা রিকশা চালকদের বৃষ্টিতে ভিজে ভাড়া নিয়ে যেতে হয়েছে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে। তবে অনেকে আবার বৃষ্টির সময় কোথাও না কোথাও আশ্রয় নিয়েছেন।

আবহাওয়া অফিসের পর্যবেক্ষ আবদুস সালাম জানান, রাজশাহীতে ২ দশমিক ৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

Paris