ঢাকামঙ্গলবার , ২১ মার্চ ২০২৩
  • অন্যান্য

পরীক্ষার কথা বলে স্বর্ণালঙ্কার নিয়ে উধাও প্রবাসীর স্ত্রী

মার্চ ২১, ২০২৩ ১২:২৭ অপরাহ্ণ । ৮৪ জন

পরীক্ষার কথা বলে স্বর্ণালঙ্কার নিয়ে নোয়াখালীর বেগমগঞ্জের ইতালি প্রবাসীর এক স্ত্রী উধাও হয়েছেন। ১৪ দিনেও বাড়ি ফেরেননি ওই গৃহবধু। এই ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

এই গৃহবধূ নোয়াখালীর বেগমগঞ্জের ইতালি প্রবাসী ইউনুস নবীর (৩৮) স্ত্রী। এ ঘটনায় প্রবাসীর বড় ভাই আবদুর রহিম বাদী হয়ে বেগমগঞ্জ থানায় জিডি করেছেন (নং-৮২৩)।

প্রবাসীর ভাই আবদুর রহিম জানান, বেগমগঞ্জ উপজেলার আমানউলাপুর ইউনিয়নের জয়নারায়ণপুর গ্রামের কাজন পাটওয়ারি বাড়ির সাহাব উদ্দিনের মেয়ের সাথে গত ১৫ ডিসেম্বর সামাজিকভাবে তার ভাইয়ের বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর গত ১৮ ফেব্রুয়ারি তার ভাই পুনরায় জীবিকার তাগিদে ইতালি চলে যায়। প্রবাসী স্বামী বিদেশ চলে যাওয়ার ১৭ দিনের মাথায় তার স্ত্রী পরীক্ষা দেওয়ার কথা বলে সকালে বাড়ি থেকে স্বর্ণালঙ্কার নিয়ে চলে যান। দীর্ঘ ১৪ দিনেও বাড়ি ফেরেননি ওই গৃহবধূ। অনেক খোঁজাখুঁজির পরও তাকে পাওয়া যায়নি।

বেগমগঞ্জ থানার এসআই সাইফুল ইসলাম বলেন, মেয়েটি তার কলেজ জীবনের প্রেমিকের সাথে পালিয়ে গেছে। দীর্ঘদিন তাদের সর্ম্পক ছিল এবং বিয়ে করে এখন বরিশালে আছে।-সূত্র: বিডি প্রতিদিন