নিজস্ব প্রতিবেদক:
আসন্ন রমজান উপলক্ষ্যে প্রশাসনিক উদ্ধর্তন কর্মকর্তাবৃন্দ ও ব্যবসায়ী মহলের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২১ মার্চ) বেলা ১২টায় রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র উদ্যোগেচেম্বার সম্মেলন রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
রাজশাহী চেম্বার অব কমার্সা অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাসুদুর রহমান রিংকুর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী বিভাগীয় কমিশনার জি এস এম জাফরউল্লাহ্ এনডিসি।
সভায় বিশেষ অতিথি ছিলেন, রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) মো: রশীদুল হাসান, পিপিএম,, রাজশাহী মেট্রোপলিন পুলিশের পুলিশ কমিশনার আনিসুর রহমান, রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিল, রাজশাহী পুলিশ সুপুার এবিএম মাসুদ হোসেন।
সভাটির সঞ্চালনায় ছিলেন রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সহ-সভাপতি মোঃ সুলতান মাহমুদ সুমন।
সভায় আরোও উপস্থিত ছিলেন, রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক মোঃ শাহাদাৎ হোসেন, রিয়াজ আহমেদ খান, মোঃ আসাদুজ্জামান রবি, মোঃ মোস্তাফিজুর রহমান এবং মোঃ মতিউল হক।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি মোহাম্মদ আলী সরকার, সাবেক পরিচালক মোঃ জিয়াউদ্দিন জিয়া, মোঃ আতিকুর রহমান, এম. শরীফ, মোঃ জামাত খান সহ বিভিন্ন ব্যবসা সমিতির প্রতিনিধিগণ।