ঢাকামঙ্গলবার , ২১ মার্চ ২০২৩
  • অন্যান্য

রাজশাহীতে চারটি ওয়ান শুটারগানসহ আটক ২

মার্চ ২১, ২০২৩ ৪:৫৪ অপরাহ্ণ । ৯৬ জন

নিজস্ব প্রতিবেদক

রাজশাহীতে চারটি ওয়ান শুটারগানসহ দুই অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। সোমবার (২০ মার্চ) দিবাগত রাতে রাজশাহী নগরীর উপকণ্ঠ বেলপুকুর রেলক্রসিং এলাকায় অভিযান চালিয়ে এই অস্ত্র উদ্ধার করে র‌্যাবের সদস্যরা।

আটককৃতরা হলেন, নাটোরের লালপুর উপজেলার হাঁসবাড়িয়া এলাকার মৃত সেকেন্দার আলী ছেলে রেজাউল করিম (৩৮) ও একই উপজেলার শেরপাড়ার মৃত আবুল কাশেমের ছেলে আবু রায়হান তোতা (৩০)।

র‌্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল বেলপুকুর রেলক্রসিং এলাকায় অভিযান পরিচালনা করে রেজাউল ও রায়হানকে আটক করে র‌্যাব। এসময় তাদের থেকে চারটি ওয়ান শুটারগান, এক বোতল ফেন্সিডিল ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

র‌্যাব-৫ সদর দপ্তরের অপারেশন কমান্ডার ফ্লাইট লেফটেন্যান্ট মারুফ হোসেন খান বলেন, ৪টি ওয়ান শুটারগানসহ দুই অস্ত্র ব্যবসায়ীকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে বেলপুকুর থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।