নিজস্ব প্রতিবেদক
রাজশাহী বিভাগের ৩টি জেলা ও ৩২টি উপজেলা ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (২২ মার্চ) সকালে রাজশাহী বিভাগীয় কমিশনার জিএসএম জাফরউল্লাহ্ এনডিসি সকালে দুর্গাপুর উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধানমন্ত্রীর উপহারস্বরূপ উপজেলার উপকারভোগী ভূমিহীন ও গৃহহীনদের হাতে জমির দলিলসহ ঘরের প্রতীকী চাবি তুলে দেন।
এর আগে সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে সারাদেশে একযোগে ভূমিহীন ও গৃহহীনদের জন্য আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ৪র্থ ধাপে নির্মিত জমিসহ গৃহ হস্তান্তর কর্মসূচির উদ্বোধন করেন। এ প্রকল্পের অধীনে ২ শতাংশ খাস জমির বন্দোবস্ত করে উপকারভোগীদের এসব গৃহনির্মাণ করে দেওয়া হয়েছে।
এসব গৃহের প্রতিটিতে রয়েছে দুটি বেড রুম, একটি কিচেন, একটি ইউটিলিটি রুম ও একটি টয়লেট। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক আব্দুল জলিল, দুর্গাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম, দুর্গাপুর উপজেলা নির্বাহী অফিসার ইউএনও মো. সোহেল রানা, দুর্গাপুর পৌরসভার মেয়র সাজিদুর রহমান মিঠু।
এ উপলক্ষে রাজশাহী জেলা প্রশাসন আয়োজিত এক অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার জিএসএম জাফরউল্লাহ্ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশ্রয়ণ-২ প্রকল্পের আওতাধীন চতুর্থ পর্যায়ে দেশের সাতটি জেলা ও ১৫৯টি উপজেলাকে সম্পূর্ণরূপে ভূমি ও গৃহহীনমুক্ত হিসেবে ঘোষণা করেছেন। এর মধ্যে এই বিভাগের রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও জয়পুরহাট জেলাসহ ৩২টি উপজেলা ভূমিহীন ও গৃহহীনমুক্ত হলো।
তিনি আরো বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালে দেশে প্রথম ভূমিহীনদের পুনর্বাসন কার্যক্রম শুরু করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৯৭ সালে আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে দেশে ভূমিহীন-গৃহহীন মানুষকে পুনরায় জমি ও ঘরের মালিকানা দিয়ে বঙ্গবন্ধুর অসম্পন্ন কাজ সম্পন্ন করার উদ্যোগ নেন। সেই লক্ষ্যে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী মুজিববর্ষে দেশের কোনো মানুষ ভূমিহীন-গৃহহীন থাকবে না বলে ঘোষণা করেন। তার এ ঘোষণা বাস্তবায়নের লক্ষ্যে রাজশাহীতে জেলা ও উপজেলা প্রশাসন নিরলসভাবে কাজ করছে।
উল্লেখ্য, রাজশাহী বিভাগে ৪র্থ পর্যায়ে ভূমিহীন ও গৃহহীন মুক্ত জেলাগুলো হচ্ছে- রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও জয়পুরহাট। আর উপজেলাগুলো হলো- রাজশাহী জেলার- পবা, গোদাগাড়ী, তানোর, দুর্গাপুর, পুঠিয়া এবং বাগমারা। চাঁপাইনবাবগঞ্জের চাঁপাইনবাবগঞ্জ সদর, গোমস্তাপুর, ভোলাহাট ও নাচোল। জয়পুরহাটের জয়পুরহাট সদর, আক্কেলপুর, কালাই ও ক্ষেতলাল। বগুড়ার কাহালু, ধুনট, শাজাহানপুর, সোনাতলা ও শিবগঞ্জ। নওগাঁর ধামইরহাট, মহাদেবপুর ও পত্নীতলা। সিরাজগঞ্জের সদর, উল্লাপাড়া, কাজিপুর ও রায়গঞ্জ। পাবনার সদর, আটঘরিয়া ও সাঁথিয়া। নাটোরের গুরুদাসপুর, বড়াইগ্ৰাম ও লালপুর।