নিজস্ব প্রতিবেদক
রাজশাহীতে তিনটি দোকানের ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ মার্চ) দুপুরে নগরীর সাহেববাজার ও ঘোষপাড়ায় তিন দোকানের ব্যবসায়ীকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জানা গেছে, সাহেববাজারে একটি সবজি ও মাছ ব্যবসায়কে দুই হাজার টাকা। এছাড়া ঘোষপাড়ায় মেয়াদোত্তীর্ণ ওষুধ দোকানে পাওয়ায় তিন হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় উপ-পরিচালক মোহাম্মদ সেলিম জানান, মেয়াদোত্তীর্ণ ওষুধ ও ওজনে কারচুপির দায়ে তিনটি দোকান মালিককে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।