নিজস্ব প্রতিবেদক:
বিশ্ব যক্ষ্মা দিবস উপলক্ষ্যে “হ্যাঁ! আমরা যক্ষ্মা নির্মূল করতে পারি” এই শ্লোগানে র্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ মার্চ) সকালে রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক) ও রাজশাহী জেলায় জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির সাথে সংশ্লিষ্ট বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের অংশগ্রহণে পরিচালক (স্বাস্থ্য), রাজশাহী বিভাগ ও সিভিল সার্জনের উদ্যোগে র্যালি শেষে সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন, এমওসিএস ডা. এস.এম বায়েজিদ উল ইসলাম। প্রধান অতিথি ছিলেন, বিভাগীয় পরিচালক স্বাস্থ্য এর কার্যালয়ের উপ-পরিচালক (স্বাস্থ্য) ডা. আনোয়ারুল কবির।
সভায় বক্তব্য দেন, বক্ষব্যাধি হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মজিবুর রহমান, বিভাগীয় টিবি এক্সপাট ডা. সাইফুল ইসলাম, রাজশাহী সিভিল সার্জন আফিসের ডিএসএমও ডা. আব্দুর রব সিদ্দিকী, বক্ষব্যাধি ক্লিনিকের জুনিয়র কনসালটেন্ট ডা. চন্দন কুমার প্রামানিক। এছাড়াও সভায় ব্র্যাক, ডেমিয়েন ফাউন্ডেশন, তিলোত্তমা, রিক, আপস, নাটাব, আইসিডিডিআরবি, এসএমসি, বাডাস, ড্যাম,পদক্ষেপ সহ সকল সহযোগী সংস্থার কর্মকর্তাগণ বক্তব্য দেন। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন, আইসিডিডিআরবি -এসিটিবি এর এপিএম আজাদ রহমান।