ঢাকাশুক্রবার , ২৪ মার্চ ২০২৩

রাজশাহীতে চাঁদের নিচে তারা

মার্চ ২৪, ২০২৩ ১০:৫১ অপরাহ্ণ । ১৭৭ জন

নিজস্ব প্রতিবেদক

রাজশাহীর আকাশে চাঁদের নিচে সন্ধ্যা তারা দেখা গেছে। যা অনেকটাই আরবি হরফ ‘বা’ এর মতো দেখতে। এমন দৃশ্য দেশের বিভিন্ন জায়গা থেকে দেখা যাচ্ছে। এমন ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। শুক্রবার (২৪ মার্চ) সন্ধ্যা ছয়টার দিকে চাঁদ আর তারা একই সাথে ছিল। সময় যাওয়ার সাথে সাথে চাঁদ থেকে দূরে সরে যাচ্ছে তারা। ক্রমনয়ে চাঁদের নিচের দিকে নেমে যাচ্ছে তারা। মাইনুল হাসান জনি নামের এক ব্যক্তি তার ফেসবুকে লেখেছেন‘ সুবহানাল্লাহ চাঁদ আর শুক্র গ্রহের এমন অবস্থা সত্যিই বিরল এবং অসাধারণ একটি দৃশ্য! এটি দেখতে অনেকটা আরবি হরফ “বা” ب এর মতো। চাঁদ ও তারা।’ নগরীর বুধপাড়া এলাকার সাইদুল ইসলাম বলেন, আমি কোন দিন এমন দৃশ্য দেখিনি। জীবনের প্রথমন এমন দৃশ্য দেখলাম। অনেক সময় গভীর রাতে চাঁদের আশেপাশে তারা দেখা যায়। কিন্তু এত কাছে কখনো দেখিনি। রাজশাহী আবহাওয়া অফিসের পর্যবেক্ষণাগারের ইনচার্জ কামাল হোসেন বলেন, বিষয়টি আমাদের জানা নেই, কি কারণে এমনটি হয়েছে।

Paris
Paris