ঢাকারবিবার , ২৬ মার্চ ২০২৩
  • অন্যান্য

রাজশাহীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে কুচকাওয়াজ অনুষ্ঠিত

মার্চ ২৬, ২০২৩ ৩:৪২ অপরাহ্ণ । ১০৬ জন

আজ ২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। জাতির সূর্য সন্তানদের স্মরণের মধ্যে দিয়ে জঙ্গিমুক্ত অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে রাজশাহীতে উদযাপন হচ্ছে স্বাধীনতা দিবস।

রোববার (২৬ মার্চ) ভোর থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে শহীদ মিনারগুলোয় মানুষের ঢল নামে।সূর্যোদয়ের পর রাজশাহী পুলিশ লাইনে ৩১ বার তোপধ্বনির মধ্যে দিয়ে স্বাধীনতা দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়।

দিনের শুরুতে আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক, সামজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন ও সরকারি-বেরসরকারি প্রতিষ্ঠান শহীদ মিনারের পুষ্পস্তবক অর্পণ করে।

দিনটি উপলক্ষ্যে সকাল আট’টায় মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে বিভাগীয় কমিশনার জি এস এম জাফরউল্লাহ্, এনডিসি জাতীয় সংগীত পরিবেশনার সাথে সাথে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন।
বেলুন ফেস্টুন উড়িয়ে এবং পায়রা উন্মুক্তকরণের মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৩-এর উদ্বোধন করা হয়। পরে তিনি স্বাধীনতা দিবস উপলক্ষ্যে অনুষ্ঠিত কুচকাওয়াজ পরিদর্শন করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী রেঞ্জের ডিআইজি মোঃ আব্দুল বাতেন, রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিল, আরএমপি’র কমিশনার মোঃ আনিসুর রহমান, পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন বক্তৃতা করেন।
স্বাধীনতা দিবস কুচকাওয়াজে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ, জেলা পুলিশ-সহ নগরীর বিভিন্ন শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠান অংশগ্রহণ করে এবং মনোমুগ্ধকর ডিসপ্লে প্রদর্শন করে।

Paris
Paris