স্বাধীনতা দিবসে (২৬ মার্চ) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন এক বীর মুক্তিযোদ্ধা।
আর আইসিইউতেই কফিনে জাতীয় পতাকা মুড়িয়ে তাকে শ্রদ্ধা জানালেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের (রামেক) চিকিৎসকরা।তার মরদেহ হস্তান্তরের সময় এ শ্রদ্ধা জানানো হয়।
মৃত ওই বীর মুক্তিযোদ্ধা ছিলেন নওগাঁ জেলার বাসিন্দা কাজী রেজাউল হক।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ ইনচার্জ ডা. আবু হেনা মোস্তফা কামাল নুপুর এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, এটা একজন বীর মুক্তিযোদ্ধার প্রতি শ্রদ্ধা জানানোর একটি ক্ষুদ্র প্রয়াস আমাদের। আইসিইতে চিকিৎসাধীন অবস্থায় তার সেবা-শুশ্রুষা করেছেন চিকিৎসকরা। আমাদের আইসিইউয়ের পক্ষ থেকে নিজস্ব ব্যবস্থাপনায় বীর মুক্তিযোদ্ধার কফিনে জাতীয় পতাকা দিয়ে চিরবিদায়ের সময় শেষ শ্রদ্ধা জানানো হয়। চিকিৎসকরা আল্লাহর কাছে তার রুহের মাগফিরাত কামনা করেন।