ঢাকামঙ্গলবার , ২৮ মার্চ ২০২৩

পদ্মা সাধারণ গ্রন্থাগার পরিদর্শনে এমপি বাদশা

মার্চ ২৮, ২০২৩ ১২:১১ অপরাহ্ণ । ১৩৬ জন

নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরীর পদ্মা সাধারণ গ্রন্থাগার পরিদর্শন করেছেন রাজশাহী-২ আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা। সোমবার সকালে নগরীর তালাইমারি শহিদ মিনার এলাকায় অবস্থিত অন্যতম এই গ্রন্থাগারটি পরিদর্শন করেন তিনি।

এসময় গুরুত্বপূর্ণ এই পাঠাগারের উন্নয়নে সবসময় পাশে থাকায় এমপি বাদশার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান পাঠাগার পরিচালনা কমিটির সদস্যরা। পরে পাঠাগারের হলরুমের উন্নয়নের জন্য দাবি জানালে সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা তাৎক্ষনিকভাবে সেটি মেনে নিয়ে বাস্তবায়নের আশ্বাস প্রদান করেন।

গ্রন্থাগার পরিদর্শনকালে এসময় পদ্মা সাধারণ গ্রন্থাগারের সভাপতি আলহ্বাজ মো: হাসেন আলী, সাধারণ সম্পাদক সাইদুর রহমান আইয়ুবসহ গ্রন্থাগার পরিচালনা কমিটির সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Paris
Paris