ঢাকামঙ্গলবার , ২৮ মার্চ ২০২৩
  • অন্যান্য

৮ দিনের সফরে সিঙ্গাপুর যাচ্ছেন রাষ্ট্রপতি

মার্চ ২৮, ২০২৩ ১২:০২ অপরাহ্ণ । ৮৯ জন

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ স্বাস্থ্য পরীক্ষার জন্য ৮ দিনের সফরে সিঙ্গাপুর যাচ্ছেন আজ।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন জানান, আজ বিকেলে সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ছাড়বেন তিনি। রাষ্ট্রপতিকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি বিমান বিকেল সাড়ে ৪টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা করবে।

সিঙ্গাপুরে আবদুল হামিদের ৮ দিনের সফরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা এবং সিঙ্গাপুর ন্যাশনাল আই সেন্টারে চোখের চিকিৎসা করার কথা রয়েছে। রাষ্ট্রপতি ৫ এপ্রিল দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।

রাইজিংবিডি