ঢাকাবুধবার , ২৯ মার্চ ২০২৩
  • অন্যান্য

ইসলাম ধর্ম গ্রহণের খবর দিলেন অভিনেতা

মার্চ ২৯, ২০২৩ ২:২৭ অপরাহ্ণ । ১৫৭ জন

হিন্দি টিভি সিরিয়ালের জনপ্রিয় অভিনেতা ভিভিয়ান ডিসেনা। অভিনয়ে তার উপস্থিতি অনেকটা কম। বলা যায়, বেশ কিছু দিন আড়ালে ছিলেন তিনি। লুকিয়ে বিয়ে করার কারণে সম্প্রতি খবরের শিরোনাম হন। শুধু তাই নয়, তাদের একটি কন্যা সন্তানও হয়েছে।

এবার ভিভিয়ান ডিসেনা জানালেন, ইসলাম ধর্ম গ্রহণ করেছেন তিনি।

ভিভিয়ান ডিসেনা জন্মসূত্রে খ্রিষ্টান। ২০১৯ সালে এ ধর্ম ত্যাগ করেন। বম্বে টাইমসের সঙ্গে আলাপকালে এই অভিনেতা বলেন, ‘আমার জীবনে তেমন কোনো পরিবর্তন হয়নি। জন্মসূত্রে আমি খ্রিষ্টান, এখন ইসলাম ধর্ম অনুসরণ করি। ২০১৯ সালের পবিত্র রমজান মাস থেকে ইসলাম ধর্ম অনুসরণ করছি। আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে অনেক শান্তি ও স্বস্তি পাই।’

Exclusive! I am in love with Nouran Aly and will settle down with her soon:  Vivian Dsena opens up about his love life for the first time - Times of  India

এসময় বিয়ে-সন্তানের কথাও স্বীকার করেন ভিভিয়ান ডিসেনা। এক বছর আগে মিশরীয় এক নারীকে বিয়ে করেন। মিশরে ঘরোয়া আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। এসব তথ্য উল্লেখ করে ভিভিয়ান বলেন, ‘হ্যাঁ, আমি বিবাহিত। আমার ৪ মাসের একটি কন্যা সন্তান রয়েছে। বিয়ে ও সন্তানের খবর আমি জানাতাম। কিন্তু তার জন্য সঠিক সময় প্রয়োজন ছিল।’

কিছু দিন ধরে বিয়ে-সন্তান ও ধর্ম পরিবর্তনের নানা গুঞ্জন শোবিজ অঙ্গনে উড়ছে। এ বিষয়ে ভিভিয়ান বলেন, ‘এই সাক্ষাৎকারের মাধ্যমে আমাকে নিয়ে তৈরি নানারকম গুঞ্জনের অবসান ঘটুক।’

রাইজিংবিডি