ঢাকামঙ্গলবার , ৪ এপ্রিল ২০২৩
  • অন্যান্য

ঘুষের ১০ লাখ টাকাসহ রাজশাহীর উপ-কর কমিশনার আটক

এপ্রিল ৪, ২০২৩ ৪:০৯ অপরাহ্ণ । ১৫৬ জন

নিজস্ব প্রতিবেদক :

ঘুষের ১০ লাখ টাকাসহ রাজশাহী কর অঞ্চলের উপ-কর কমিশনার মহিবুল ইসলাম ভূঁইয়াকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ মঙ্গলবার (৪ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে কর অফিসে অভিযান চালিয়ে ঘুষের টাকাসহ তাকে আটক করা হয়।

এ সময় কর অফিসের লোকজনের সঙ্গে দুদকের কর্মীদের ধস্তাধস্তিতে চারজন আহত হয়েছেন। অভিযানে নেতৃত্ব দিয়েছেন দুদকের বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক আমিনুল ইসলাম।

দুদক রাজশাহীর বিভাগীয় পরিচালক কামরুল আহসান এতথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, একজন চিকিৎসকের কাছে ৬০ লাখ টাকা ঘুষ দাবি করেন মহিবুল ইসলাম ভূঁইয়া। তার প্রথম কিস্তির ১০ লাখ টাকা আজ দেন। এ টাকা দেওয়ার সময় হাতেনাতে তাকে আটক করা হয়।

দুদকের এ কর্মকর্তা আরো বলেন, আটক উপ-কর কমিশনারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় মামলা করা হবে।

দুদক সূত্রে জানা গেছে, চিকিৎসক ফাতেমা সিদ্দিকা (গাইনি বিশেষজ্ঞ) রাজশাহী কর অঞ্চলের সার্কেল-১৩ এর করদাতা। করের বিষয়ে তাকে বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছিল। তার পাঁচ বছরের ফাইল রি-ওপেন করে উচ্চহারে কর নির্ধারণের হুমকি দেন উপ-কর কমিশনার মহিবুল ইসলাম ভূঁইয়া। এক পর্যায়ে কর কমিশনার তাকে (ফাতেমা) বলেন ৬০ লাখ টাকা ঘুষ দিলে তার খুব কম কর নির্ধারণ করে দেওয়া হবে। পরে বিষয়টি ৫০ লাখ টাকায় বোঝাপড়া হয়। সেই হিসেবে আজ সকালে প্রথম কিস্তির ১০ লাখ টাকা দেওয়ার জন্য রাজশাহী কর কার্যালয়ে আসেন ফাতেমা সিদ্দিকা। এ সময় ১০ লাখ টাকাসহ মহিবুল ইসলাম ভূঁইয়াকে হাতেনাতে আটক করেন দুদকের কর্মকর্তারা।

এর আগে, দুদকের কর্মীরা উপ-কর কমিশনার মহিবুল ইসলাম ভূঁইয়ার কক্ষে উপস্থিত হয়ে তাকে ঘিরে ধরেন। এ সময় তিনি রুম থেকে বের হয়ে যাওয়ার চেষ্টা করেন। দুদকের কর্মীদের সঙ্গে ধস্তাধস্তি হয় অফিসের কর্মীদের। দুই পক্ষ বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে কর অফিসের কর্মীরা দুদকের লোকজনের দিকে তেরে আসলে তারা দরজা বন্ধ করে দেন। কর অফিসের লোকজন এসে উপ-কর কমিশনারের রুমের দরজা ভাঙচুর করে ভেতরে প্রবশে করেন। এ সময় তাদের সঙ্গে ধস্তাধস্তিতে দুদকের উপ-পারিচালক আমিনুল ইসলাম, ডিএডি বরহান উদ্দিন, মাহাবুর রহমান ও মজিদুল হক আহত হন।

কর অঞ্চল রাজশাহীর কর কমিশনার শাহ আলী জানান, রাজশাহী দুদকের পক্ষ থেকে আমাকে জানানো হয় আমার অফিসে অভিযোগের বিষয়ে কাজ করবে তারা। আমি বললাম ঠিক আছে আপনারা আপনাদের কাজ করেন। আমাদের অফিস তাদের সহযোগিতা করেছে। কর্মকর্তা বা ফাতেমার বিষয়ে অফিশিয়ালি অভিযোগের বিষয়ে আমাকে কিছু জানানো হয়নি। তবে আটক করে নিয়ে গেছে আমাদের উপ-কর কমিশনার মহিবুল ইসলাম ভূঁইয়াকে।

চিকিৎসক ফাতেমা সিদ্দিকার কর ফাঁকি দেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি আমার জানা নেই।

Paris