ওয়ানডে ও টি-টোয়েন্টিতে সিরিজ জিতেছে বাংলাদেশ। এবার লড়াই টেস্টে। প্রায় চার বছর পর সাদা পোশাকের ক্রিকেটে নামছে আয়ারল্যান্ড। স্বাগতিকরা অবশ্য গত ডিসেম্বরেই খেলেছে ভারতের বিপক্ষে।
মঙ্গলবার মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে একমাত্র টেস্টে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে আয়ারল্যান্ড। নানা জল্পনা-কল্পনার পর এই ম্যাচে নেতৃত্ব দিচ্ছেন সাকিব আল হাসানই, আছেন আইপিএলে ডাক পাওয়া আরেক ক্রিকেটার লিটন দাসও।
আগে থেকেই নিশ্চিত হয়েছিল ইনজুরিতে এ ম্যাচ থেকে ছিটকে গেছেন তাসকিন আহমেদ। ছেলের অসুস্থতায় তামিম ইকবালকে নিয়ে অনিশ্চয়তা থাকলেও একাদশে আছেন তিনি।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, ইবাদত হোসেন ও খালেদ আহমেদ, শরিফুল ইসলাম।
আয়ারল্যান্ড একাদশ: মুরে কামিন্স, জেমস ম্যাককুলাম, অ্যান্ডি বালবার্নি, হ্যারি টেক্টর, পিটার মুর, কার্টিস ক্যাম্ফের, লোরকান টাকার, মার্ক অ্যাডায়ার, অ্যান্ডি ম্যাকব্রেইন, গ্রাহাম হিউম, বেন হোয়াইট। – বাংলানিউজ