ঢাকামঙ্গলবার , ৪ এপ্রিল ২০২৩
  • অন্যান্য

রাজশাহীতে জামায়াত আমিরসহ আটক ৪

এপ্রিল ৪, ২০২৩ ৩:১৯ অপরাহ্ণ । ৯৭ জন

রাজশাহী মহানগর জামাতের আমির ড. কেরামত আলীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে রাজশাহী নগরীর হেতেমখাঁ পানির টাঙ্কি এলাকা থেকে তাকে আটক করে বোয়ালিয়া মডেল থানা পুলিশ।

তিনি চাঁপাইনবাবগঞ্জ এলাকার বাসিন্দা। মূলত তিনি রাজশাহী মহানগরীর হেতেমখাঁ এলাকায় বাসা ভাড়া করে থাকতেন।

পরে ঘটনাস্থলে অভিযান চালিয়ে নগর জামায়াতের আমিরসহ চারজনকে আটক করে পুলিশ।

রাজশাহী নগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন জানান, কোনো অনুমতি না নিয়েই সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে নগরীর হেতমখাঁ পানির ট্যাংকি এলাকা থেকে মিছিল বের করে জামাত-শিবির। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গেলে জামায়াত-শিবিরের কর্মীরা পুলিশের ওপর হামলা চালায়। এ সময় পুলিশ ধাওয়া দিলে তারা একাধিক ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে দিগ্বিদিক দিয়ে পালিয়ে যায়। পরে সেখান থেকে নগর জামায়াতের আমির ড. কেরামত আলীসহ ৪ নেতাকর্মীকে আটক করা হয়। বর্তমানে তাদেরকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে মামালা হবে।

এদিকে, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) সদর দপ্তরের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) রফিকুল আলম জানান, আটকদের বিরুদ্ধে আগেও একাধিক নাশকতার মামলা রয়েছে। আজকের ঘটনায় নতুন করে পুলিশের ওপর হামলা, নাশকতা ও বিস্ফোরক আইনে মামলা করা হবে। এছাড়া হামলার ঘটনার জড়িত অন্যদেরও আটক করা হবে বলে জানান- এই পুলিশ কর্মকর্তা। বাংলানিউজ

Paris