ঢাকাবুধবার , ৫ এপ্রিল ২০২৩

একাত্তর টেলিভিশনের রাজশাহীর রিপোর্টার রাশিদুল হক রুশোর পিতা আর নেই

এপ্রিল ৫, ২০২৩ ২:১৯ অপরাহ্ণ । ১৫২ জন

একাত্তর টেলিভিশনের রাজশাহীর রিপোর্টার রাশিদুল হক রুশোর পিতা বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের অবসরপ্রাপ্ত সিনিয়র বাজেট অফিসার মুহম্মদ শহীদুল হক এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।
মঙ্গলবার এক শোক বিবৃতিতে এই শোক প্রকাশ করেন রাসিক মেয়র।
শোক বিবৃতিতে রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন মহোদয় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
উল্লেখ্য, বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের অবসরপ্রাপ্ত সিনিয়র বাজেট অফিসার মুহম্মদ শহীদুল হক আজ মঙ্গলবার রাত ৮:৪০ মিনিটে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন( ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর।

Paris
Paris