পা দিয়ে মাড়িয়ে প্রস্তুত করা হচ্ছে আটা। সেই আটা দিয়ে তৈরি করা হচ্ছে অস্বাস্থ্যকর সেমাই। রাজশাহীর পবা উপজেলার বান্দাপুকুর টিকরীপাড়া এলাকায় এমন ভেজাল সেমাই তৈরির কারখানায় অভিযান চালিয়ে ৯ জনকে আটক করেছে পুলিশ। এ সময় ভেজাল সেমাই তৈরির বিভিন্ন উপাদানসহ সরঞ্জামাদি উদ্ধার করা হয়।
বুধবার (৫ এপ্রিল) রাতে রাজশাহী মহানগর পুলিশের পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
আটককৃতরা হলেন- পবা থানার শ্রীপুর গ্রামের মৃত মোকসেদ আলীর ছেলে সোহাগ রহমান (৩৫), একই এলাকার মৃত নূর মোহাম্মাদের ছেলে সাইদুর রহমান (৪০), মৃত হযরত আলীর ছেলে মো. সাজ্জাদ (৩৫), নওশাদ আলীর ছেলে মো. নাসির (২৫), আব্দুর রহিমের ছেলে সুমন ইসলাম (৩২), চান মিয়ার ছেলে মো. সম্রাট (২৫), ইব্রাহিম মন্ডলের ছেলে মো. দুলাল (৫০), কাজেমুদ্দিন সরকারের ছেলে নাইম ইসলাম (২৪) ও মো. ওয়াসিম (৪৮)।
পুলিশ জানায়, পবা থানাধীন বান্দাপুকুর টিকরীপাড়া এলাকার একটি বাড়িতে ভেজাল সেমাই তৈরি হচ্ছে- এমন খবর পেয়ে মঙ্গলবার (৪ এপ্রিল) রাত ১১টা ১৫ মিনিটে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান পরিচালনা করে। এ সময় অবৈধভাবে অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল সেমাই তৈরির সময় ৯ জনকে আটক করা হয়। এ সময় সেখান থেকে বিপুল পরিমাণ ভেজাল সেমাই ও সেমাই তৈরির বিভিন্ন উপাদানসহ সরঞ্জামাদি উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে পবা থানায় মামলা করা হয়েছে।-ঢাকা পোস্ট