ঢাকাশুক্রবার , ৭ এপ্রিল ২০২৩
  • অন্যান্য

আমিশা প্যাটেলের নামে গ্রেপ্তারি পরোয়ানা

এপ্রিল ৭, ২০২৩ ৫:৫১ অপরাহ্ণ । ৯৮ জন

জালিয়াতি ও চেক প্রতারণার মামলায় বলিউড অভিনেত্রী আমিশা প্যাটেলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন রাঁচির একটি আদালত। খবর হিন্দুস্তান টাইমসের। আমিশা প্যাটেলের সঙ্গে তাঁর ব্যবসায়িক সহযোগী ক্রুনালের বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

আমিশা প্যাটেলের বিরুদ্ধে এই প্রতারণার মামলা করেছিলেন রাঁচির বাসিন্দা প্রযোজক অজয় কুমার সিং। তাঁর অভিযোগ, আমিশা তাঁকে ‘দেশি ম্যাজিক’ নামের একটি ছবির জন্য অর্থ বিনিয়োগ করতে বলেন। অজয়ের দাবি, তিনি ছবিটি নির্মাণ ও প্রচারের জন্য আমিশার ব্যাংক অ্যাকাউন্টে আড়াই কোটি রুপি স্থানান্তর করেছিলেন। ২০১৩ সালে ছবিটির শুটিং শুরু হলেও এখনো তা শেষ হয়নি।

অজয় কুমার সিং আরও অভিযোগ করেন, আমিশা ও তাঁর ব্যবসায়িক অংশীদার আশ্বাস দিয়েছিলেন, ছবিটি শেষ হওয়ার পরে সুদের সঙ্গে তিনি আসল ফেরত পাবেন।

২০১৮ সালের অক্টোবরে আমিশা অজয়কে আড়াই কোটি ও  ৫০ লাখ রুপির ২টি চেক দিয়েছিলেন, যা বাউন্স করে। এরপরই আমিশা ও ক্রুনালের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪২০ ও ১২০ ধারায় মামলা করা হয়। জানা গেছে, এই মামলায় সমন পাঠানো সত্ত্বেও আমিশা কিংবা তাঁর আইনজীবী কেউই আদালতে উপস্থিত হননি।

জালিয়াতি ও চেক বাউন্সের মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে ১৫ এপ্রিল। ওই দিন আমিশা ও ক্রুনাল রাঁচি সিভিল আদালতে উপস্থিত থাকেন কি না, সেটাই দেখার।

গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে আমিশা প্যাটেলের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

প্রথম আলো