ঢাকাশুক্রবার , ৭ এপ্রিল ২০২৩
  • অন্যান্য

নগরীর ফুটপাতের ভ্রাম্যমাণ দোকান পরিদর্শনে রাজশাহী চেম্বারের নেতৃবৃন্দ

এপ্রিল ৭, ২০২৩ ৫:২৫ অপরাহ্ণ । ৯১ জন

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীর স্থায়ী ব্যবসায়ীদের অভিযোগের প্রেক্ষিতে ঈদকে কেন্দ্র করে গড়ে ওঠা নগরীর ফুটপাতের ভ্রাম্যমান দোকানপাট পরিদর্শন করেছেন রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নেতৃবৃন্দ।

আজ শুক্রবার (৭ এপ্রিল) দুপুরে রাজশাহী চেম্বারের নেতৃবৃন্দ ও সাহেব বাজার ব্যবসায়ী সমিতির নেতাদের সাথে নিয়ে নগরীর সাহেব বাজার, জিরো পয়েন্ট ও মনিচত্বর এলাকার ফুটপাতের ভ্রাম্যমান দোকানপাট পরিদর্শন করেন।

এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি মাসুদুর রহমান রিংকু, সিনিয়র সহ-সভাপতি আব্দুল আওয়াল খান চৌধুরী, সহ-সভাপতি মোঃ সুলতান মাহমুদ সুমন পরিচালক রিয়াজ আহমেদ খান, মোঃ মোস্তাফিজুর রহমান এবং আব্দুল গাফ্ফার।

আরো উপস্থিত ছিলেন, আরডিএ মার্কেট পূণবাসিত ব্যবসায়ী সমিতির সভাপতি ফরিদ মাসুদ হাসান, পাদুকা ব্যবসায়ী সমিতির সভাপতি শফিকুর রহমান, বস্ত্র ব্যবসায়ী সমিতির সভাপতি অশোক কুমার সাহা, জুয়েলারি ব্যবসায়ী সমিতির সাবেক কোষাধ্যক্ষ আশরাফুল ইসলাম, বেকারি মালিক সমিতির সম্পাদক আবু বক্কর প্রমুখ।

Paris