ঢাকাশনিবার , ৮ এপ্রিল ২০২৩
  • অন্যান্য

বরিশাল প্লাজা মার্কেটের আগুন নিয়ন্ত্রণে

এপ্রিল ৮, ২০২৩ ১০:৫৭ পূর্বাহ্ণ । ১২৯ জন

রাজধানীর ফুলবাড়িয়ায় বঙ্গবাজার সংলগ্ন বরিশাল প্লাজা মার্কেটের আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে পৌনে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা শাহজাহান শিকদার জানান, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় ৮টা ৬ মিনিটে। ফায়ার সার্ভিসের সর্বমোট ১৪টি ইউনিটের চেষ্টায় সকাল ৮টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

তিনি বলেন, প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এখন পর্যন্ত কোনো হতাহতের খবরও পাওয়া যায়নি।