নিজস্ব প্রতিবেদক
কলকারখানা, শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে দুর্ঘটনারোধ এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণের লক্ষ্যে গঠিত সমন্বিত পরিদর্শন টিমের প্রশিক্ষণ অনুষ্ঠান হয়েছে। সোমবার (১০ এপ্রিল) সকালে রাজশাহী চেম্বর অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির হল রুমে প্রশিক্ষণ অনুষ্ঠান শেষ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, রাজশাহী বিভাগীয় কমিশনার জিএসএম জাফরউল্লাহ্ এনডিসি।
অনুষ্ঠানে রাজশাহী জেলা প্রশাসক শামীম আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ এর পরিচালক (উপসচিব) ড. নবী মারুফ আশরাফ, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর এর যুগ্ম মহাপরিদর্শক মতিউর রহমান, রাজশাহী চেম্বর অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাসুদুর রহমান রিংকু।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর রাজশাহীর উপমহাপরিদর্শক আরিফুল ইসলাম।