ঢাকামঙ্গলবার , ১১ এপ্রিল ২০২৩
  • অন্যান্য

নগরীর ফুটপাতের ভ্রাম্যমাণ দোকান পরিদর্শনে পুলিশ প্রশাসন ও রাজশাহী চেম্বারের নেতৃবৃন্দ

এপ্রিল ১১, ২০২৩ ৯:৪০ অপরাহ্ণ । ১২৬ জন

রাজশাহী নগরীর ফুটপাতের ভ্রাম্যমাণ দোকান ও ক্রেতাদের রাস্তা পারাপার চিত্র সরজমিনে পরিদর্শন করেছেন রাজশাহী চেম্বারের নেতৃবৃন্দ ও পুলিশ প্রশাসন।
রাজশাহীর স্থায়ী ব্যবসায়ীদের দাবির প্রেক্ষিতে মঙ্গলবার ৭ এপ্রিল তারিখে রাজশাহী চেম্বারের সভাপতি মাসুদুর রহমান রিংকুর নেতৃত্বে পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ ও সাহেব বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দকে সাথে নিয়ে নগরীর সাহেব বাজার, জিরো পয়েন্ট ও মনিচত্বর এলাকার ফুটপাতের ভ্রাম্যমান দোকানপাট পরিদর্শন করেন।
পরিদর্শনকালে যে সব বিচ্যুতি বা জনদুর্ভোগ পরিলক্ষিত হয় তা চেম্বারের নেতৃবৃন্দ গত ১০ এপ্রিল তারিখে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয়ে পুলিশ কমিশনার মোঃ আনিসুর রহমান বিপিএম (বার) পিপিএম (বার) এর সাথে সাক্ষাতে বিস্তারিত অবগত করেন।
এরই প্রেক্ষিতে আজ ১১ এপ্রিল মঙ্গলবার চেম্বারের নেতৃবৃন্দ, বিভিন্ন ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ ও রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার ( ক্রাইম এন্ড অপারেশন)  বিজয় বসাক বিপিএম, পিপিএম(বার) ও সহকারি পুলিশ কমিশনার (ট্রাফিক) শারমিন আকতার চুমকি সরজমিনে নগরীর সাহেব বাজার, জিরো পয়েন্ট ও মনিচত্বর এলাকা পরিদর্শন করেন।
May be an image of 3 people and temple
পরিদর্শন শেষে ক্রেতাদের সুবিধার্থে ফুট ওভার ব্রিজের পূর্বের ও পশ্চিমের জেব্রা ক্রসিং এর ব্যারিকেড সরানোর সিদ্ধান্ত গৃহীত হয়। এর ফলে আরডিএ ও কাপরপট্টি এবং সাহেব বাজার ও স্বর্ণকার পট্টির মধ্যে যোগাযোগ সহজতর হবে।
এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাসুদুর রহমান রিংকু, সিনিয়র সহ-সভাপতিআব্দুল আওয়াল খান চৌধুরী, সহ-সভাপতি মোঃ সুলতান মাহমুদ সুমন ও পরিচালক সর্ব মোঃ সাদরুল ইসলাম, মোঃ আব্দুল গাফ্ফার এবং মোঃ মোস্তাফিজুর রহমান।
আরো উপস্থিত ছিলেন, আরডিএ মার্কেট পূনর্বাসিত সাধারন ব্যবসায়ী সমিতির সভাপতি ফরিদ মামুদ হাসান, পাদুকা ব্যবসায়ী সমিতির সভাপতি শফিকুর রহমান রিপন, বস্ত্র ব্যবসায়ী সমিতির সভাপতি অশোক কুমার সাহা, জুয়েলারী ব্যবসায়ী সমিতির সাবেক কোষাধ্যক্ষ আশরাফুল ইসলাম, মুড়ি পট্টি ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মতিন, কাচাঁ বাজার ব্যবসায়ী সমিতির সভপতি মোঃ ফাইজুল ইসলাম প্রমুখ।

Paris