ঢাকাশনিবার , ১৫ এপ্রিল ২০২৩
  • অন্যান্য

ঈদ উপলক্ষে গরীব ও দুস্থ নারীদের মাঝে শাড়ী বিতরণ করলেন সাংসদ মিতা

এপ্রিল ১৫, ২০২৩ ৯:২২ অপরাহ্ণ । ১২৯ জন

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায়, হতদরিদ্র ও প্রতিবন্ধীদের মাঝে ঈদের উপহার শাড়ি বিতরণ করেছেন সংসদ সদস্য ও পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য এ্যাডভোকেট আদিবা আনজুম মিতা।

শনিবার দুপুরে রাজশাহীর গোদাগাড়ীর দেলসাদপুর গ্রামে ১০০ জন গরীব ও দুস্থ নারীদের মাঝে এই শাড়ী বিতরণ করা হয়।

এটি যেন পবিত্র ঈদ-উল-ফিতরের আনন্দের আগেই আরো একটি আনন্দ। এমপি আবিদা আনজুম মিতার ঈদ উপহার পেয়ে অনেকেই হয়তো ভালো ভাবে ঈদ করতে পারবেন। ঈদে কষ্ট করে হলেও একটা নতুন শাড়ি কেনার সামর্থও নেই অনেকে পরিবারের। তাই গরীব-দুঃখী আর অসহায়দের কথা চিন্তা করে ১০০ নারীর মাঝে শাড়ি বিতরণ করা হয়।

শাড়ি বিতরণের কালে এমপি মিতা বলেন, পবিত্র ঈদ-উল-ফিতরের দিনে কেউ যেন আনন্দ থেকে বাদ না পড়ে সে জন্যই নারীদের মাঝে ঈদ উপহার প্রদান করা হয়েছে। এটা শুধু একটা শাড়ি নয় এর মাধ্যমে সবার সাথে আনন্দ ভাগাভাগি করে নেয়া।

 

 

 

 

Paris
Paris