ঢাকাশনিবার , ১৫ এপ্রিল ২০২৩
  • অন্যান্য

ভারতে পাচারকালে ৭৭ লাখ টাকার বিষ্ণু মূর্তি উদ্ধার

এপ্রিল ১৫, ২০২৩ ৫:২৮ অপরাহ্ণ । ৫৯ জন

রাজশাহীর পুঠিয়ায় অভিযান চালিয়ে ৭৭ কেজি ৩০০ গ্রাম ওজনের একটি বিষ্ণু মূর্তি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। যার আনুমানিক বাজার মূল্য ৭৭ লাখ ৩০ হাজার টাকা।

শুক্রবার (১৪ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে পুঠিয়া উপজেলার বেলপুকুর চেকপোস্টে বাস তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় মূর্তিটি উদ্ধার করা হয়। মূর্তিটি ভারতে পাচারের উদ্দেশ্য ছিল। তবে তার আগেই উদ্ধার করা হয়।

শনিবার (১৫ এপ্রিল) দুপুরে বিজিবির-১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মতিউল ইসলাম মন্ডল এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, শুক্রবার রাতে গোপন তথ্যের ভিত্তিতে বিজিবি-১ ব্যাটালিয়নের একটি দল পুঠিয়া উপজেলার নাটোর-রাজশাহী মহাসড়কে থাকা বেলপকুর চেকপোস্টে বাস তল্লাশি চালায়। এ সময় ৭৭ কেজি ৩০০ গ্রাম ওজনের একটি কষ্টি পাথরের বিষ্ণু মূর্তিটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার হয়। এই ঘটনায় কাউকে আটক করা যায়নি। তবে আটকের চেষ্টা চলছে। উদ্ধার হওয়া বিষ্ণু মূর্তির আনুমানিক মূল্য ৭৭ লাখ ৩০ হাজার টাকা।

এই ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান বিজিবির এই কর্মকর্তা।

Paris