ঢাকাসোমবার , ১৭ এপ্রিল ২০২৩
  • অন্যান্য

প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কমিউনিটি হাউজিং ডেভেলপমেন্ট ফান্ডের লভ্যাংশ বিতরণ

এপ্রিল ১৭, ২০২৩ ৮:০৬ অপরাহ্ণ । ১২৪ জন

রাজশাহী সিটি কর্পোরেশনের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের কমিউনিটি হাউজিং ডেভেলপমেন্ট ফান্ডের রক্ষণাবেক্ষণ ফান্ডের লভ্যাংশ বিতরণ করা হয়েছে।
সোমবার দুপুরে নগরভবনের সিটি হল সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।
অনুষ্ঠানে সিডিসির বিভিন্ন ক্লাস্টের নেতৃবৃন্দকে কমিউনিটি হাউজিং ডেভেলপমেন্ট রক্ষণাবেক্ষণ ফান্ডের লভ্যাংশের ১৩ লাখ ৬৫ হাজার টাকা প্রদান করেন রাসিক মেয়র।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের কর্মকান্ড সম্পর্কে নগরবাসী অবহিত। এ প্রকল্পের আওতায় নগরীর পিছিয়ে পড়া এলাকার বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়ন করছে। এর ফলে কর্মসংস্থান সৃষ্টির  নিজেদের ভাগ্যের উন্নয়ন করেছে। প্রায় দুইশত সিডিসির ৫৮ হাজার পরিবার সম্পৃক্ত রয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা পিছিয়ে মানুষের জীবনমান উন্নয়নে এ প্রকল্পটি অনুমোদন দিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী দেশে কয়েক লাখ গৃহহীন মানুষকে গৃহ প্রদান করেছেন। দেশে কোন মানুষই যেন গৃহহীন না থাকেন সে লক্ষ্যে কাজ চলমান রেখেছে সরকার।  কোন ধরনের অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে আগামী নির্বাচনে সকলকে এক হয়ে কাজ করার আহবান জানান তিনি। সিডিসির তহবিলকে আরও শক্তিশালী করতে ১ কোটি টাকা সহায়তার আশ্বাস প্রদান করেন মেয়র মহোদয়।
রাসিক আরো বলেন,  রাজশাহীর উন্নয়নে আরও কাজ করতে চাই। আগামীতে রাজশাহী সিটি কর্পোরেশনের আয়তন বৃদ্ধি করা হবে।
সিডিসি টাউন ফেডারেশনের সভাপতি আয়েশা ইসলাম মুন্নীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন ২১নং ওয়ার্ড কাউন্সিলর নিযাম উল আযীম, প্রধান প্রকৌশলী নুর ইসলাম তুষার ও চীফ কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার আজিজুর রহমান।

Paris