ঢাকাবৃহস্পতিবার , ২৭ এপ্রিল ২০২৩

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেন লাইনচ্যুত

এপ্রিল ২৭, ২০২৩ ৩:৩২ অপরাহ্ণ । ১২৩ জন

ব্রাহ্মণবাড়িয়ায় কনটেইনার বহনকারী মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে। এতে চট্টগ্রাম ও সিলেটের সঙ্গে ঢাকা অভিমুখী রেলপথ দিয়ে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) দুপুর পৌনে ২টার দিকে সদর উপজেলার দারিয়াপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় লোকজন ও ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন সূত্রে জানা গেছে, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা কনটেইনার বহনকারী মালবাহী ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া শহরের গোকর্ণ এলাকা অতিক্রম করে সদর উপজেলার দারিয়াপুর এলাকায় পৌঁছালে সাতটি বগি লাইনচ্যুত হয়। এত চট্টগ্রাম ও সিলেটের সঙ্গে ঢাকা অভিমুখী এই রেলপথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে পাশে থাকা ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেট অভিমুখী রেলপথ দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে ভারপ্রাপ্ত মাস্টার রফিকুল ইসলাম বলেন, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকা অভিমুখী কনটেইনার বহনকারী মালবাহী ট্রেনের সাতটি বগি দারিয়াপুর এলাকায় লাইনচ্যুত হয়। আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেনকে খবর দেওয়া হয়েছে। এখনো উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে এসে পৌঁছেনি। উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছার পর উদ্ধার কাজ শুরু হবে। লাইনটি স্বাভাবিক হতে সময় লাগবে।

রাইজিংবিডি