চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে শর্ট সার্কিটের আগুনে পুড়ে ছাই হয়েছে দুইটি দোকান। শনিবার (২৯ এপ্রিল) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার চককীর্তি ইউনিয়নের লহলামারী বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের।
প্রত্যক্ষদর্শী ও ব্যবসায়ীরা জানান, রাত ৩টার দিকে লহলামারী বাজারের সলেমান মন্ডল মার্কেটের একটি মিষ্টির দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। এক পর্যায়ে পাশের দোকানে আগুন ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা চালান। পরে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের দাবি, আগুনের ঘটনার পর ফায়ার সার্ভিসকে খবর দিলেও সঠিক সময়ে তারা আসেনি। যার কারণে ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়েছে। এমনকি সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। খবর দেওয়ার পরপরই ফায়ার সার্ভিস এলে কিছুটা কম ক্ষয়ক্ষতি হত।
শিবগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ রজব আলী ঢাকা পোস্টকে বলেন, খবর পাওয়ার পরই শিবগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেয়। কিন্তু সেখানে পৌঁছানোর আগেই আগুন নিয়ন্ত্রণে চলে আসে। তাই আমরা রাস্তা থেকেই ফিরে আসি।- ঢাকা পোস্ট