নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীতে এসএমসি’র পরিবেশক সম্মেলন এবং স্মাইল ধামাকা অফারের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ মে) বিজিবি পার্টি পয়েন্টে অনুষ্ঠানে এসএমসি রাজশাহী এরিয়ার ২৯জন পরিবেশকসহ প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সিনিয়র সেলস ম্যানেজার মুহম্মদ হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, নর্থ-সাউথ ডিভিশনের হেড অফ রিজিওন কাজী মো. জাফরুল্লাহ্।
সিনিয়র সেলস ম্যানেজার মুহম্মদ হাবিবুর রহমান এসএমসির পরিচিতি এবং পরিবেশকদের সাথে এসএমসির বর্তমান ব্যবসায়িক অবস্থান ও বিগত বছরের তুলনায় প্রবৃদ্ধির তথ্য তুলে ধরেন। স্মাইল ধামাকা অফারে সর্বোচ্চ পারফরম্যান্সের জন্য সততা এন্টারপ্রাইজ, পুঠিয়া, ১ম পুরস্কার ঢাকা- থাইল্যান্ড-ঢাকা ভ্রমণ প্যাকেজ এবং ফয়সাল ট্রেডার্স, ঈশ্বরদী ২য় পুরস্কার একটি ফ্রিজ এবং জনতা ট্রেডিং, নাটোর ৩য় পুরস্কার ৩২” LED TV অর্জন করেন। অনুষ্ঠান বক্তব্য দেন, সিনিয়র এরিয়া এক্সিকিউটিভ আব্দুল্লাহ আল মাসুদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন, সিনিয়র এরিয়া এক্সিকিউটিভ শামীম শাহরিয়ার এবং মো. আসাদুজ্জামান।