ঢাকাবৃহস্পতিবার , ৪ মে ২০২৩
  • অন্যান্য

বাড়লো সয়াবিন তেলের দাম

মে ৪, ২০২৩ ৬:০৮ অপরাহ্ণ । ১৩০ জন

শুল্ক-সুবিধা প্রত্যাহার হওয়ায় দেশের বাজারে আবারও বাড়লো সয়াবিন তেলের দাম। লিটারপ্রতি দাম ১২ টাকা বাড়িয়ে ১৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগে দাম ছিল ১৮৭ টাকা। ভোজ্যতেল আমদানিতে সরকারের দেওয়া ভ্যাট অব্যাহতির মেয়াদ গত ৩০ এপ্রিল শেষ হয়েছে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।

বৃহস্পতিবার (৪ মে) বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন এ তথ্য জানিয়েছে।

অ্যাসোসিয়েশনের নির্বাহী কর্মকর্তা মো. নুরুল ইসলাম মোল্লার সই করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন এ দাম বুধবার (৩ মে) থেকে কার্যকর হচ্ছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রতি লিটার খোলা সয়াবিন তেলের দাম নির্ধারণ করা হয়েছে ১৭৬ টাকা, যা আগে ছিল ১৬৭ টাকা। ৫ লিটারের বোতলজাত সয়াবিন তেলের দাম ৫৪ টাকা বাড়িয়ে করা হয়েছে ৯৬০ টাকা, যা আগে ছিল ৯০৬ টাকা।

খোলা পাম সুপার তেল প্রতি লিটার ১৮ টাকা দাম বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১৩৫ টাকা। আগে যা ছিল ১১৭ টাকা।

আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের দাম বেড়ে যাওয়ায় দেশের বাজারে দাম নিয়ন্ত্রণে রাখা এবং ভোজ্যতেল আমদানিতে সরকারের দেওয়া ভ্যাট অব্যাহতির মেয়াদ গত ৩০ এপ্রিল শেষ হয়েছে। বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন বাণিজ্য মন্ত্রণালয় ও বাংলাদেশ ট্রেড ট্যারিফ কমিশনের সঙ্গে আলোচনা করে এই দাম বাড়ানো হয়।

বাংলাট্রিবিউন

Paris