ঢাকাবৃহস্পতিবার , ৪ মে ২০২৩
  • অন্যান্য

রাজশাহী বোর্ডে বহিষ্কার ৬, অনুপস্থিত ১৭৯৩ পরীক্ষার্থী

মে ৪, ২০২৩ ১২:৫৯ অপরাহ্ণ । ১১৯ জন

এসএসসি পরীক্ষার ইংরেজি প্রথমপত্রে অসদুপায় অবলম্বের দায়ে ছয়জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। বুধবার (৩ মে) রাজশাহী মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এসএসসি ও সমমানের পরীক্ষা চলাকালে তাদের বহিষ্কার করা হয়। বহিষ্কৃতদের মধ্যে রয়েছেন নওগাঁর চারজন, সিরাজগঞ্জের একজন ও বগুড়ার একজন পরীক্ষার্থী।

তারা হলেন, সিরাজগঞ্জ বেলকুরিচ মাজেনা আদিল মেমো উচ্চ বিদ্যালয়ের আব্দুল আজিজ, বগুড়া সোনাতলার সোনাতলা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের কবির সরকার কনক, নওগাঁর মান্দা বিল বরো গায়োশিয়া উচ্চ বিদ্যালয়ের মেহেদী হাসান ও একই উচ্চ বিদ্যালয়ের ফরিদ হোসেন, মান্দার গোপালপুর চকগৌরী উচ্চ বিদ্যালয়ের হাসান আলীসহ একই উচ্চ বিদ্যালয়ের সাকিব হোসেন।

এদিকে, ইংরেজি প্রথম পত্রে বোর্ডে মোট পরীক্ষার্থী ছিল ১ লাখ ৮৩ হাজার ৪৯৬ জন। এরমধ্যে পরীক্ষায় বসেছেন ১ লাখ ৮১ হাজার ৭০৩ জন পরীক্ষার্থী। এদিন অনুপস্থিত ছিলেন ১ হাজার ৭৯৩ জন। এ পরীক্ষায় রাজশাহী জেলার ৫৩ কেন্দ্রে ২৮ হাজার ৮৪০ জনের মধ্যে অংশ নিয়েছেন ২৮ হাজার ৫২৩ জন পরীক্ষার্থী। অনুপস্থিত ছিলেন ৩১৭ জন।

চাঁপাইনবাবগঞ্জ জেলার ১৫ কেন্দ্রে ১৪ হাজার ৫৫৭ জনের মধ্যে অংশ নিয়েছেন ১৪ হাজার ৩৯০ জন। অনুপস্থিত ১৬৭ জন পরীক্ষার্থী। নাটোর জেলার ২৬ কেন্দ্রে ১৬ হাজার ১১২ জনের মধ্যে অংশ নিয়েছেন ১৫ হাজার ৯২৮ জন। অনুপস্থিত ছিলেন ১৮৪ জন পরীক্ষার্থী। নওগাঁ জেলার ৩৭ কেন্দ্রে ২২ হাজার ৬৬৩ জনের মধ্যে অংশ নিয়েছেন ২২ হাজার ৪১৮ জন। অনুপস্থিত ছিলেন ২৪৫ জন পরীক্ষার্থী।

পাবনা জেলার ৩১ কেন্দ্রে ২৬ হাজার ৯৭৫ জনের মধ্যে অংশ নিয়েছেন ২৬ হাজার ৬৯৪ জন। অনুপস্থিত ছিলেন ২৮১ জন পরীক্ষার্থী। সিরাজগঞ্জ জেলার ৪৪ কেন্দ্রে ৩৩ হাজার ২৪৮ জনের মধ্যে অংশ নিয়েছেন ৩২ হাজার ৯৫২ জন। অনুপস্থিত ছিলেন ২৯৬ জন পরীক্ষার্থী। বগুড়ার জেলার ৪২ কেন্দ্রে ৩২ হাজার ৫৪৮ জনের মধ্যে অংশ নিয়েছেন ৩২ হাজার ৩১১ জন। অনুপস্থিত ছিলেন ২৩৭ জন পরীক্ষার্থী। জায়পুরহাট জেলার ১৭ কেন্দ্রে ৮ হাজার ৫৫৩ জনের মধ্যে অংশ নিয়েছেন ৮ হাজার ৪৮৭ জন। অনুপস্থিত ছিলেন ৬৬ জন পরীক্ষার্থী।

রাজশাহী মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ড উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মঞ্জুর রহমান খান বলেন, এসএসসি পরীক্ষার ইংরেজি প্রথম পত্রে অসদুপায় অবলম্বের দায়ে ছয়জনকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া পরীক্ষায় ১ হাজার ৭৯৩ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।- সূত্র: ঢাকা পোস্ট

Paris