‘পাঠান’খ্যাত পরিচালক সিদ্ধার্থ আনন্দ। শাহরুখ অভিনীত এ সিনেমা মুক্তির পর বড় বড় প্রযোজনা প্রতিষ্ঠান থেকে সিনেমা নির্মাণের প্রস্তাব পেয়েছেন। বর্তমানে ‘ফাইটার’ সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। সিনেমাটিতে অভিনয় করছেন হৃতিক রোশান ও দীপিকা পাড়ুকোন।
জানা যায়, অ্যাকশন ঘরানার এ সিনেমার বাজেট ২৫০ কোটি রুপি। কিন্তু বলিউড অভিনেতা-প্রযোজক ও চিত্রনাট্যকার কেআরকে জানিয়েছেন, সিনেমাটির নির্ধারিত বাজেট ছাড়িয়ে গেছে। কারণ পরিচালক সিদ্ধার্থ, অভিনেতা হৃতিক মোটা অঙ্কের পারিশ্রমিক নিয়েছেন।
বড় বাজেটের এ সিনেমায় আরো অভিনয় করছেন— অনিল কাপুর, করন সিং গ্রোভার, অক্ষয় ওভেরয় প্রমুখ। ২০২৪ সালের ২৫ জানুয়ারি সিনেমাটি মুক্তির তারিখ ঠিক করেছেন নির্মাতারা।
রাইজিংবিডি