আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক, পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘তত্ত্বাবধায়ক সরকারের বিষয়ে বিশ্বের কোনো দেশের পক্ষ থেকেই কোনো চাপ নেই। তবে বন্ধু দেশ হিসেবে সকলেই দেশে সুষ্ঠু নির্বাচন চাচ্ছে।’
আজ রবিবার রাজধানীর বনানীতে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের বোর্ড সভা শেষে এসব কথা বলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, ‘নির্বাচনে জেতানোর গ্যারান্টি দিতে পারবে এমন পক্ষপাতদুষ্ট তত্ত্বাবধায়ক সরকারের দাবি করছে বিএনপি। আদালতের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা শেষ হয়ে গেছে। তাই এই তত্ত্বাবধায়ক ব্যবস্থা দেশে ফেরত আসার আর কোনো সম্ভাবনা নেই।’
তিনি বলেন, ‘দেশে সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। আমাদের যে সরকার রয়েছে, তারা তখন রুটিন ওয়ার্ক করবে, তবে মেজর ডিসিশন নিতে পারবে না।’
ওবায়দুল কাদের বলেন, ‘নির্বাচন কমিশনের স্বাধীনতার জন্য আইন করে স্বাধীন ও নিরপেক্ষ সংস্থা করতে আইন পাস করেছে শেখ হাসিনা সরকার। শেখ হাসিনা সরকারের আমলে নির্বাচন কমিশন অনেক স্বাধীন।’
ধীরে ধীরে নির্বাচন কমিশন ত্রুটিমুক্ত হবে মন্তব্য করে তিনি বলেন, ‘স্বাধীন নির্বাচন কমিশন গঠনের এই প্রক্রিয়া অনেক গণতান্ত্রিক। সময়ের সঙ্গে সঙ্গে তা আরও পারফেক্ট (শুদ্ধ) হবে, ত্রুটিমুক্ত হবে।’
বিডি প্রতিদিন