রবিবার বেলা সাড়ে ১১টা থেকে পৌনে ১টা পর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজের ডা. কাইছার রহমান চৌধুরী মিলনায়তনে রাজশাহীর সর্বস্তরের আলেম-উলামাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন রাসিক মেয়র।
প্রধান অতিথির বক্তব্যে রাসিক মেয়র বলেন, রাজশাহীর কল্যাণে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে চাই। বিগত পাঁচ বছরের মধ্যে মাত্র আড়াই বছর কাজ করতে পেরেছি। করোনার কারণে অনেক সময় নষ্ট হয়ে গেছে। এরমধ্যেও রাজশাহীর উন্নয়ন দৃশ্যমান হয়েছে। নগরীর প্রায় প্রতিটি ঈদগাহ, কবরস্থানের উন্নয়ন কাজ দৃশ্যমান হয়েছে। আমি আপনাদের সবাইকে নিয়ে কাজ করতে চাই।
উলামা কল্যাণ পরিষদ, রাজশাহীর সভাপতি মাওলানা আব্দুল গণির সভাপতিত্বে মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য দেন ওলামা কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মুফতি ওমর ফারুক।
মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন ওলামা কল্যাণ পরিষদের উপদেষ্টা মাওলানা জামাল উদ্দিন মাহমুদ সন্দ্বিপী, উপদেষ্টা ড. মাওলানা ইমতিয়াজ আহমেদ, সাবেক সভাপতি মাওলানা আইয়ুব আলী, সিনিয়র সহ-সভাপতি মদিনাতুল উলুম কামিল মাদ্রাসার অধ্যক্ষ মোঃ মোকাদ্দেসুল ইসলাম, উপদেষ্টা ড. কাওসার হুসাইন, উপদেষ্টা ড. বারকুল্লাহ বিন দুরুল হুদা, মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ আব্দুল মালেক, সভাপতি আব্দুল গণী আব্বাসী, সদস্য মুফতি শহীদুল ইসলাম। মুফতি আলী আকবর ফারুকীর সঞ্চালনায় সভা শেষে দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ওলামা কল্যাণ পরিষদের উপদেষ্টা মুফতি শাহাদৎ আলী।