ঢাকাসোমবার , ৮ মে ২০২৩

ভীম’স হাসপাতালের সাথে দি সাউথ এশিয়ার ট্যুরিজমের চুক্তি স্বাক্ষর

মে ৮, ২০২৩ ১:১৮ অপরাহ্ণ । ১৮৫ জন

নিজস্ব প্রতিবেদক

ভীম’স হাসপাতালের সাথে রাজশাহীর দি সাউথ এশিয়ার ট্যুরিজমের মধ্যে চুক্তি স্বাক্ষর হয়েছে। হাসপাতালের পক্ষে মার্কেটিং ডিরেক্টর অশোক মালাকার ও রাজশাহীর দি সাউথ এশিয়ার ট্যুরিজমের পক্ষে সিইও মোসা. সুলতানা পারভীন নিজ নিজ স্বাক্ষর করেন।

আজ সোমবার (৮ মে) বেলা ১২ টার দিকে রাাজশাহী নগরীর শিরোইল এলাকার রাজশাহীর দি সাউথ এশিয়ার ট্যুরিজমের অফিসে এই চুক্তি স্বাক্ষরিত হয়।

এসময় রাজশাহীর দি সাউথ এশিয়ার ট্যুরিজমের পক্ষে সিইও মোসা. সুলতানা পাভীরন বলেন, রাজশাহী থেকে ভীম’স হাসপাতালের চিকিৎসকের সিরিয়ালসহ বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়া হবে। এতে করে রাজশাহী কোন রোগি সেই হাসপাতালে গেলে দ্রুত ও ভালো সেবা পাবেন।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক সাদরুল ইসলাম।

Paris