আরএমপি পুলিশ লাইন্স পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ করলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার আনিসুর রহমান, বিপিএম (বার), পিপিএম (বার)।
আজ বুধবার (১০ মে) সকাল ১০টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচির আয়োজন করা হয়। এতে নিজ হাতে পুলিশ লাইন্সের পুকুরে বিভিন্ন জাতের মাছের পোনা অবমুক্ত করেন আরএমপি কমিশনার।
এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) মো: ফারুক হোসেন, উপ-পুলিশ কমিশনার (লজিস্টিকস) মো: মনিরুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার (এস্টেট অ্যান্ড ডেভেলপমেন্ট) মো: আরেফিন জুয়েল, উপ-পুলিশ কমিশনার (পিওএম) মীর মো: শাফিন মাহ্মুদ-সহ আরএমপির ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ ও পুলিশ সদস্যরা।