এমনই প্রশ্ন ছুড়ে দিলেন চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলী। শাকিব খানের একটি সাক্ষাৎকারের প্রতিক্রিয়ায় বুধবার সকাল ১১টায় এক পোস্টে এসব কথা বলেন নায়িকা।
ঈদের সময়ের কথা উল্লেখ করে বলেন, ‘আমরা জাস্ট একটা সুন্দর ঈদ কাটালাম, শেহজাদসহ একসঙ্গে ঈদ কাটিয়েছি, গাড়িতে ঘুরেছি, গান শুনেছি, আপনার আপকামিং মুভির ঈদ নিয়ে গানও শোনালেন, আপনার জোকস শুনে হেসেছি, একসঙ্গে খাবার খেয়েছি, আপনাকে খাইয়েও দিয়েছি, গল্প করেছি। শেহজাদ ছাড়াও কয়েক দিন আগেও আমরা এই ঈদ এবং ঈদের পরেও একসঙ্গে থেকেছি , টাইম স্পেন্ড করেছি।’
বুবলী বলেন, কিছুদিন পর পর কী উদ্দেশ্যে আপনি আপনার স্ত্রী (এখনোও আপনার সঙ্গে আমার ডিভোর্স হয়নি) এবং আপনার সন্তানের মাকে নিয়ে আপত্তিকর ইঙ্গিতপূর্ণ কথা বলে সংবাদ হয়ে ক্ষীণ চিন্তার প্রকাশ করেন?
সুপারস্টারডম যে জীবনের অংশ সেটা মনে করিয়ে দিয়ে বুবলী বলেন, ‘সব কিছুর ঊর্ধ্বে একজন মানুষ হিসেবে কিছু কথা বলতে চাই আপনাকে, ভালো ভালো সিনেমা করুন, তবে মনে রাখবেন সুপারস্টারডম জীবনের একটা অংশ, কিন্তু এটাই পুরো জীবন নয়।’
গত বছর ২৭ সেপ্টেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রথমে বেবি বাম্পের ছবি পোস্ট করেন বুবলী। বেবি বাম্পের দুটি ছবি পোস্ট করে তিনি লেখেন, ‘মি উইথ মাই লাইফ, থ্রো ব্যাক আমেরিকা।’ এরপর গত ৩ অক্টোবর শাকিব খানের সঙ্গে তোলা তিনটি ছবি পোস্ট করে বিয়ের তারিখ প্রকাশ করেন তিনি।
সন্তান জন্মের আগে বুবলী আড়ালে চলে যান। পারিবারিক সূত্র জানিয়েছে, ২০২০ সালের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান বুবলী। ৯ মাসের আড়াল ভেঙে তিনি সবার সামনে আসেন। এরপর ব্যস্ত হয়ে পড়েন কাজকর্মে।-সূত্র: কালের কণ্ঠ